গ্রীষ্মের গরম বড়ো চরম
ঝরে পড়ে ঘাম,
তবুও যে সব ভুলিয়ে দেয়
ফলের রাজা আম।
গ্রীষ্মে যেমন গরম ঘেরা
তেমনি সেরা ফল,
লিচু কাঁঠাল আমে জামে
বাড়ায় দেহের বল।
হাঁসফাঁস গরমে আইঢাই প্রাণে
শুধু চাই যে জল,
স্বস্তি পেতে খাও পেটপুরে
শসা তরমুজ ফল।
গ্রীষ্ম কালটা ফলের রাজা
বাহার নানা ফল,
আমে দুধে খেতে রে ভাই
জিভে আসে জল।
ফলের মাঝে আছে নানা
খাদ্য গুণ যে ভাই,
দেহের পুষ্টি মনের তুষ্টি
পুঁথি পাঠে পাই।