নাম না জানা অনেক ভিড়ে
হারিয়ে যাও তুমি
ভিড়ের মাঝে তোমায় আবিষ্কার করাই
নিত্য পূজা
মুখের যাবতীয় রঙ গুলো পড়ে পড়ে
যখন নিখুঁত পাঠক…
তখন আরো নতুন কত রঙেরা জন্ম নেয়
তাকালেই রামধনু সাগরের অতলে
আবারো মননিবেশ করি তোমাতেই
এ অধ্যাবসায়ে কিছু কাটা আত্মহত্যা করলেই
গোলাপ পথের জন্ম হয়