ভোরের আলোয় স্নিগ্ধ গোলাপ
আঁখি মেলে চায়,
প্রস্ফুটিত পাপড়ি জড়ায়
চুমায় চুমায় ।
মিষ্টি রোদের ছটায় রাঙ্গা
ভরা যৌবন তার,
মৃদু-মন্দ বাতাসে ছড়ায়
সুগন্ধ অপার !
হাওয়ার দোলায় গোলাপ হাসে
অলি শোনায় গান,
উদ্বেলিত গোলাপ তাকে
করায় মধু পান !
সাঙ্গ করে কাজটি অলি
মুখ ফিরিয়ে যায়,
একা গোলাপ অলির দিকে
উদাস মনে চায় !
তপ্ত দুপুর রৌদ্রের তাপ
ক্ষণে ক্ষণে যেন বাড়ে,
প্রখর দহনে পুড়ছে গোলাপ
আয়ু তার জীবন কাড়ে !
গভীর রাত্রে আঁধার আসে
শিশির বিন্দু ছড়িয়ে
নিঃস্ব সে আজ, গন্ধ মধু
সব কিছু দিয়েছে বিলিয়ে !
নিশান্তে নুয়ে পড়ে সে
পাপড়িরা পড়ে খসে….
সৃষ্টির কি পরিহাস দেখো
ভোরের গোলাপ….দিনান্তে ধূলায় মেশে !