গোলাপের ভাষা বোঝেন কজন,
বোঝেন কজন কথা,
নীরব ফুলের নীরব ভাষা
কজনে বোঝেন ব্যথা!
এক এক রঙের গোলাপের
এক এক রকম মানে,
কোথায় দেবেন কোন্ গোলাপটি
কয়জনে তা-জানে?
প্রেমিকার খোঁপায় লাল গোলাপ
একটি দিলে গুঁজে,
বলতে হয়না”আই লাভ ইউ”
বোঝে সে চোখ বুজে!
ভালবাসা-ভরা-প্রেমের ছোঁয়া
লাল গোলাপের ফুলে,
লাল-গোলাপটি পাঠিয়ে দিলে
যাবে না প্রেমিক ভুলে!
প্রথম দেখার প্রথম প্রেমে
ল্যাভেন্ডার (গোলাপ)দিলে,
মনের দুর্গ জয় করে তাকে
আপন করে নিলে।
পিংক কালারের গোলাপ দিলে
লজ্জাবতীর হাতে,
রোমান্সে রোমান্সে ভরে ওঠে মন
মিলনের সে রাতে!
শান্তি পবিত্রতা ভরা অনুষ্ঠান,
যদি দাও গোলাপ সাদা,
সমীহ করেই বলবে তোমায়
আসুন বসুন দাদা!
হলুদ গোলাপে বন্ধুত্ব আনে
সাহস জোগায় মনে,
হলুদ সে রঙ, শুভ দিনের
শুভ বার্তা বয়ে আনে ।
গোলাপী গোলাপে মনের ভাই
নম্রতা প্রকাশ পায়,
ভদ্র-বিনয়ী ভেবে যে মানুষ
তাঁকে সম্মান জানায়।
প্রসংশার কথা মুখে না বলে
বেগুনী গোলাপ দিলে,
গৌরবে তাকে ভরিয়ে দিয়ে
আপনার করে নিলে!
অসুস্থতায় আরোগ্য কামনায়
সবুজ গোলাপ দিও,
হাসি ফুটিয়ে তার মনে ভাই
আপন করে নিও।
নীল সে গোলাপ, বেদনা জাগায়
হতাশা আনে মনে,
শেষ বিদায়ে দাও কালো গোলাপ
সে কথা ক-জন মানে।