ফুলের শিকল দেখে
দোলনা ভেবে
যেই কাছে এসেছি
অজস্র দাঁত নখ বেড়িয়ে এল
তার ভেতর থেকে
যদিও অবাক হওয়ার কিছু নেই
তবুও…
খোলস বিষ হীন কেন হয় জানিনা
অযথা রক্তাক্ত হয়
শ্বেত খরগোশ
ফুলের শিকল দেখে
দোলনা ভেবে
যেই কাছে এসেছি
অজস্র দাঁত নখ বেড়িয়ে এল
তার ভেতর থেকে
যদিও অবাক হওয়ার কিছু নেই
তবুও…
খোলস বিষ হীন কেন হয় জানিনা
অযথা রক্তাক্ত হয়
শ্বেত খরগোশ