আগুন আহ্লাদ পেতে পতঙ্গ সুখে
ছুটে যাই , নিয়ে ফিরি অচেনা বিষাদ ।
কী এমন যাদুছায়া মেখেছো ও মুখে
ভানুমতী , বলো বলো ভেসে যায় চাঁদ ।
এ কোন অ-সুখ দিলে হরমোন হূলে
দিন দিন বেড়ে চলে শিরাতে শেকড় !
সময়ের জল দিয়ে হাড়মাটি ধুলে
অলিন্দে উড়ে বসে বীজেদের ঝড় ।
গোপনে রেখেছি খাপে ভীরু তরবারি
‘ সুজান ‘ সাহস কই ? ” বেশ করিয়াছি ” !
পরকীয়া পদে নেই ডাল তরকারি
আড়ালের ঘি ঢেলে আঁকি কানামাছি ।
— পকেটে প্রকাশ ছিলো , করে দিলে ফাঁস ?
তড়িঘড়ি ভানুমতি কেটে করি নীলা ।
যত কাটি স্থির নাম ফেলে নিঃশ্বাস
পূর্ণিমা ঠিক ফোটে হলে রাসলীলা ।