দুপুরের ছায়া পেতে বসেছিল শ্রাবণ সকাল ।
মেঘের জলপ্রপাত পাশ দিয়ে যেতে যেতে বলল
— নদীর ঝর্ণা হবে ? ওই দ্যাখো পাহাড়ের ঢাল ।
সকালের হাঁটু দুরু দুরু এলো পাহাড়ের কাছে ,
— আমি কি অতো উঁচুতে উঠতে পারব !
আমাকে যে ধরে আছে মিশকালো রাত্রির ডাল ।
ঠিক তক্ষুনি হনহন হেঁটে যাচ্ছিল
সাধারণ সংসারী গেরস্থ পাল ।
এদের নাদান থিতু দৃশ্যালাপ দেখে
হেসে কুটিপাটি কি সহজ যেন শিশু মহাকাল ।
— সরলকে এতো জটিল কেন করো ?
এবার নাবাল জমি করেছে কামাল ,
ঘরে এসো , খেতে দেব টগবগে আউশের চাল ।