তারপর ভূগোলক ফুঁড়ে বেরিয়ে এলো
সারি সারি ছায়ার জাহাজ ।
নাবিকের দল আলোর খোঁজে পৌঁছে গেলো
আকাশ- সিঁড়ির শেষ সভ্য-ধাপে ।
সূর্য বললেন– সহযোগী চেতনায় সঠিক ব্যবহার শিখলে
তবেই পাবে জোতির্ময় আলো ।
শুরু হলো শেকড়- সভার তদারকিতে
ব্যবহার শিক্ষার পাঠশালা ,
গুহার গর্ভ থেকে মঙ্গল নগরের সবখানে ।
সময়ের তালু থেকে বারবার পিছলে যাচ্ছে চাঁদ ।
বিজ্ঞ কুয়োর তলে হাবুডুবু খেতে খেতে
এখনও হাঁপাচ্ছে অপটু আলোর শৈশব ।