পুষ্প কলি উঠল ফুটে
যৌবনের কালে,
অলি মধুপ জুটলো এসে
গুঞ্জরণের তালে।
পরাগ মিলন হলো সবার
নাচের ছন্দ ধরে,
মিলন সুখে কাটলো দিবস
আনন্দতে ভরে।
সময় শেষে মূর্ছা গেল
প্রাণের কুসুম কলি,
দিনের শেষে গোধূলিতে
ঝরিস না রে বলি।
কালের নিয়ম মানতে হবে
সাঁঝে পড়লো খসে,
ভোরের আলোয় ফুটবে কলি
নব যৌবন রসে।
যত্ন নিও শরীর মনের
রবি রশ্মি ভরে,
সারে জলে ফুটবে কলি
পাপড়ি মেলে ধরে।