ডেকে রাজায় বলেন প্রজায়
কান নিলো রে চিলে,
মন্ত্রী সেপাই ছুটলো তাই
একসাথে সব মিলে।
এদিক ওদিক দেখে সব দিক
হয়ে পাগল পারা,
ভুলেও তবু দেয় না কভু
কানে হাতটা তারা।
বুদ্ধি রাজার ভারী মজার
যাচাই করতে সবে,
আছে যে কার বুদ্ধিটা ধার
প্রমাণ নিতে হবে।
কান নিয়েছে ছুট দিয়েছে
শোনামাত্র যারা,
নির্বোধ অতি মূঢ়মতি
মানুষ যে হয় তারা।
যাচাই করে বুদ্ধি ভরে
চলাটা চাই ভবে,
গুজব হানে বিপদ প্রাণে
বিড়ম্বনায় রবে।