গিরিখাত কোনো গৌরবের ইতিহাস বহন করে না
ভূগোল নিয়ে ব্যস্ত তার শরীর,
ভূ-আলোড়ন ছাড়া পরিবর্তন নেই ভূমিরূপের
কাঁটাতার উপড়ে অনুপ্রবেশকারীর মৃত্যু সংজ্ঞা
যেথা দিগন্ত শেষে কেউ নেই কোথাও।
গাঢ়রহস্যের কুয়াশায় ঢাকা সেই নিষিদ্ধ অবয়ব
আর মনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অসংখ্য পাহাড়ি গুম্ফা
যেন হাজার জল্পনা-কল্পনার নিষিদ্ধ নগরী,
চতুর্দিকে হানা দেয় এক বিচ্ছিন্ন অধ্যায়।
বিচিত্র সব সভ্যতার মাঝে যেন গোবি মরুভূমি
দখল করে আছে গুরুত্বপূর্ণ স্থান।
জ্ঞানসমুদ্রের তুষারে ঢাকা যেন এক অজ্ঞাত দেশ ,
রহস্যময় ও রোমাঞ্চকর অনুভূতির সরোবরে
স্বচ্ছ পানির উপর ভেসে চলে
কোনো শিশু অবতারের খোঁজে।
আবেগের বশে অবাধ্য নদীবাঁধ
দিগন্ত জুড়ে আঁধার গিলে খায়,
সে এক পৌরাণিক মিথ্যায়
অচেনা শরীর হাঁস-ফাঁস করে,
আবার জেগে ওঠে মরা সর্পিল গিরিখাত।