রামধনুর থেকে নেমে এসো ;দাঁড়াও দেওয়ালের দিকে মুখ করে,
আমার পছন্দের রঙটা বাছাই করতে একটুও অসুবিধে হবে না
তোমার অবয়ব যেমনটা হোক না কেন,
রংবাজির জীবনেএটাই প্রত্যাশিত
নয় বা কেন, রঙ্গমঞ্চে বিচরণ যখন!
সামাজিক সাম্যতা চাই,
মিছিলে আমিও কামিজে কামিন মেয়ের গন্ধ
তোমার নাকে রুমাল নিয়ন লাইটে হাতে-হাত
পাশাপাশি চলেছি।
সাম্যের গান তোমার গলায় বিদেশি সুরে বড্ড মানায়,
আমার ঘর এঁদো গলিতে আজও।