লাল বেগুনি হলদে সাদা
মাটিতে যখন যেমন কাদা।
গিরগিটি সে খায়না গাঁজা
সে যে এক বহুরূপী রাজা!
হয়নি তা’র হাতেখড়ি
রাজনীতিতে উস্তাদ ভারী।
তাবড় তাবড় বিদ্বান যত
সেলাম ঠুকে হয়ে নত।
মায়ের ভাষায় দাঁত ভেঙে যায়
অন্যের ভাষায় জগৎ মাতায়।
খিস্তিতে উস্তাদ ভারী
মস্তিতে গা-জোয়ারী।
সব জানতা বড় গুণধর
নদীর রাজা যেমন ভোঁদড়।
‘আমার মুরগি’র এক পা,
না মানো ত, ছাড়ো গাঁ।’
গোঁয়ার গোবিন্দ বদের বাসা
সুধরানো’র নেইকো আশা।
কয়লার রঙ না যায় ধু’লে
এদের স্বভাব, না যায় মর’লে।