মেঘের আলয়ে ভেসে চলি মেঘের সাথে সখ্যতায়,
গারো পাহাড়ের তুরায় জন্ম, কেটেছে আমার একনিষ্ঠ বাল্যকাল,
পাহাড় অরণ্যের কাছাকাছি-
যতদূর চোখ যায় দিগন্ত ছাড়িয়ে আনমনে,
সবকিছুতেই খুঁজে পাই একাকীত্বের মাঝে আন্তরিক মূর্ছনা……..
রাত ঘনিয়ে এলে পাহাড় কাঁদে,
লেলিহান শিখায় জ্বলে সবুজের সম্ভার,
দহনের শ্বাসরোধে জমে তিলতিল মৃত্যু পরোয়ানা।
গান্ধী ঘাটের ঝর্ণার হরিণী জল আজও চঞ্চল,
পাহাড়ের ওম্ গলে নামে উছ্বলতা,
জুম চাষের নামে বন্ধ্যা মৃত্যু শোকে সিক্ত টুপটাপে
প্রস্রবন অজান্তেই বয়ে চলে শোকের অশ্রুধারা……
পাহাড় ছুঁতে চেয়েছে আকাশ-
বৃহত্তম পর্বতশৃঙ্গ নকরেকের উত্তুঙ্গ ঐশ্বর্যে,
আমার অন্তক্ষরণে জমাট বাঁধা অভিমানের চেরাপুঞ্জি,
তবুও প্রিয় নদী সোমেশ্বরী আজও ডাকে আয় আয় আয়……..