১.
ফিরে ফিরে আসে সেই ভৌতিক বাতাস
মানুষের দীর্ঘশ্বাস যার খাদ্য
অবিশ্বাস তখন দাঁড়ায় বুক ফুলিয়ে
বন্ধুর ছায়াকে দেখে ভয় পায় সবিতা-ব্রত
চোখ ঢাকে বালিকার প্রেম
খুলে যায় পাতালপুরীর দরজা
‘ভয়ঙ্কর অপরাধী’ তিনটি শিশুকে
তিন ডজন শিকারী গরিলা
ঘিরে ফ্যালে জ্যামিতিক বৃত্তের ভিতর।
২.
হঠাৎ কখন শুরু হয় গান :
‘ওরা আমাদের গান গাইতে দেয় না . . .’
এ কোন অবাধ্য হাওয়া ? কোথা থেকে আসে ? —
ত্রাসে কাঁপে কবন্ধ ভূতের ভয় ; মমদুয়ারে কাঁটা লাগে
কপালের ঘাম মুছে মানুষ তাকায়
দ্যাখে পূর্বাকাশে একটি শীর্ণ তারা প্রাণপণে অন্ধকার ঠেলে
খুলে দিচ্ছে আলোর দুয়ার।