গাছের জীবন ভিক্ষা
জীবন ভিক্ষা’ ইভেন্ট নিয়ে ভাবতে বসে কখন আমি সেই সভায় বুঝতে পারিনি। যেখানে সড়ক প্রশস্ত ও উন্নীতকরণ প্রকল্পের আওতায় রাস্তার দু’পাশের গাছ অপসারণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল,দিব্যি সেখানে বসে তাদের সিদ্ধান্ত শুনলাম, রাস্তাটির দুপাশে থাকা সব গাছ কেটে ফেলা হবে। কারণ গাছ রেখে সড়ক প্রশস্ত করা সম্ভব না। ঠিক হয় জনস্বার্থে গাছ কাটতে হবে। দেখলাম গাছ কাটার বিপক্ষেও রয়েছে কিছু সচেতন মানুষ। নানা শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ সেখানে যোগ দিয়ে, গাছকাটা রোধ নিয়ে আন্দোলন বিক্ষোভ শুরু করে। অনেক শিল্পীরাও গাছ কাটারোধ প্রচারে অংশ নিয়েছেন। ইতিমধ্যে একজন শিল্পী গাছ বাঁচাতে আবেদন জানিয়ে একটি বিজ্ঞপ্তি লিখলেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে লিখলেন,” গাছ আমাদের পরম মমতায় শীতল ছায়া,ফুল, ফল,নির্মল বাতাস দেয়। একজন মমতাময়ী মায়ের কাছে — গাছের জীবন ভিক্ষা চাই। ” এই বিজ্ঞপ্তি রাস্তার দু’ধারের প্রত্যেক গাছে ঝুলিয়ে দেওয়া হবে।
লেখাটা পড়েই মনে হল আমি এসব কি দেখছি আর কিসব শুনছি। শিল্পী কেনইবা এসব লিখতে গেলেন আর মমতাময়ী মা বলে কাকে উদ্দেশ্য করলেন? এ ভাবেও গাছেরও জীবনভিক্ষা করা যায়?