আজকে চাঁদ পাহাড় মাখে খুব,
জড়িয়ে দেয় গভীর চাদর ঘুম।
পাতায় পাতায় রঙিন গল্প মেঘ,
রাত্রি দেয় সেই সুরেতেই ডুব।
আজকে সময় ঢেউ তুলে দেয় মনে,
শব্দেরা সব মানুষ শুধু খোঁজে।
মিলিয়ে যায় অনেক অনেক ক্ষত,
মনের মতো মন যদি কেউ বোঝে।
আজকে জীবন অনেক খানি ভারী,
হাতড়ে বেড়ায় সুখের চাবি কাঠি।
দেহের বাড়ি এক পৃথিবী সমান ,
হারিয়ে গেছে মনের থাকার বাড়ি।।
শুকনো পাতার মতই উড়ি রোজ,
বৃষ্টি চাই নীল হয়ে যাওয়া বুক –
বেঁচে থাকা অনেক জটিল ধাঁধা,
মৃত্যু যেনো ফুলের মতই সহজ।