একটা চোর চুরি করতে করতে বহুদূর এগিয়ে গেছে,
আরেকটা চোর সেও চুরি করতে করতে হাত পাকিয়ে ফেলেছে
আরেকজন এখনো চুরি করার চান্স পায়নি সেইভাবে,
মাঝখানের চোরটি রাণিং চুরি করছে
তৃতীয় অর্থাৎ সম্ভাব্য চোরটি বর্তমানে চুরি করতে থাকা রানিং চোরটিকেই ধরতে চাইছে।
দ্বিতীয় চোরটিকে পাকড়াও করে তৃতীয় সম্ভাব্য চোরটি নিজেকে সাধু বানাতে বা প্রমাণ করতে মরণপণ চেষ্টা করছে।
ইতিমধ্যেই দ্বিতীয় অর্থাৎ আধপাকা রানিং চোরটি বেগতিক পরিস্থিতি দেখে বহুদূরে এগিয়ে যাওয়া চোরটির লেজ ধরে টানতে লাগলো।
বহুদূর পর্যন্ত এগিয়ে যাওয়া চোরটি কোনদিন ভাবতেই পারেনি এই নতুন চোরটি আবার তার ইতিহাস নিয়ে নাড়াচাড়া করবে।
প্রথম এবং দ্বিতীয় চোর দুজনেই নিজেদের চুরি বিদ্যার কর্মকীর্তি ধামাচাপা দিতে ব্যস্ত।
এখন মজার ব্যাপার হলো; প্রথম ও দ্বিতীয় চোর দুজনেরই কান্ড-কারখানা দেখে তৃতীয় সম্ভাব্য চোরটি তাদের পিছন পিছন হৈহই হই হই করে তাড়া করে বেড়াচ্ছে দুবেলা।
দর্শক দেখছে এক চরম খেলা, রাজ্যজুড়ে সমস্ত নাগরিক দর্শক তখন সমস্ত কাজকর্ম, বউ বাচ্চার ভালো মন্দ এইসব বিষয়বস্তুগুলোকে একেবারে দূরে সরিয়ে দাঁত বার করে মজার ছলে চোরদের কীর্তন দেখেই চলেছে,দেখেই চলেছে। খালি পেটে দৃশ্য দেখছে আর নাচছে আর সকলেই বলছে
“চারিদিকে শুধু চোর চোর চোর,আর চোরেরই মেলা।