আমি যে কতো যুদ্ধ করি
সব কি তোমায় জানতে দিই
আমার যে সব বায়না বাটি
সব কি তোমায় মানতে দিই
তুমি থেকো তোমার মতোই
আকাশ ভরা সবুজ ধান
তুমি থেকো সূর্য সেজে
ছড়িয়ে দিয়ে অঢেল প্রাণ
একলা আমি পুতুল খেলা
একলা গীতা বাইবেল
তারায় ভরুক সবার বাগান
শিরায় ছুটুক খুশির রেল
পথের নাচন থামবে নাতো
থামবে শুধু দুই চরণ
গল্প আলোর জাগিয়ে তুলুক
নিঃশব্দেই শিহরণ