কঠোর নিদাঘ দহন জ্বালা
রৌদ্র যেন অগ্নি ঢালা,
মাথায় নিয়ে ইটের বোঝা
গরিব শ্রমিকের অন্ন খোঁজা।
রোদ বৃষ্টি উপেক্ষা করে
জীর্ণ রিক্ত কলেবরে,
চরম শ্রমে স্বপ্ন দেখা
সংগ্ৰাম তার ভাগ্য লেখা।
কঠোর নিদাঘ দহন জ্বালা
রৌদ্র যেন অগ্নি ঢালা,
মাথায় নিয়ে ইটের বোঝা
গরিব শ্রমিকের অন্ন খোঁজা।
রোদ বৃষ্টি উপেক্ষা করে
জীর্ণ রিক্ত কলেবরে,
চরম শ্রমে স্বপ্ন দেখা
সংগ্ৰাম তার ভাগ্য লেখা।