মীরজাফর ও ঘসেটি মাসী
অন্তর্ঘাতে ব্যস্ত,
অকালেতে বাংলার নবাব
গেছিলেন তাই অস্ত।
সর্ষের মধ্যে ভূত এখনো
আছে প্রতি ঘরে,
পিঠে ছুরি মারছে বন্ধু
হয়ত মারে বরে।
ঘরের শত্রু বিভীষণ দা
হয়ত নিজের ছেলে
অন্তর্ঘাতে লিপ্ত হলো
বৃদ্ধাশ্রমে গেলে।
পরিবারে চুলোচুলি
অন্তর্ঘাত যে চলে
মা বাবাতে ভাগাভাগি
পৃথক করবে বলে।
সাহিত্য দল তা’ও দেখি
রাজনীতির যে খেলা
বুঝতে গেলে কাটবে তোমার
সারা জীবন বেলা।