পেটের ভেতর আগুন জ্বলে
ল্যাংটা শিশু আওয়াজ তোলে
ষড়যন্ত্রের ফিসফিসানি
চেঁচাও নারী যত অভিমানী।
এমন করেই সাজাও দেখি
শায়ক বিধুক কুটিল প্রাণে
ক্রোধ বহ্নির লেলিহান আঁখি
অগ্নিশিখাও আজ শিরস্থানে ।
রুধীর ধারায় লিখতে বাকি
সম্প্রীতি সুখের বিস্তর ফাঁকি
শ্রীমুখে কেবল মিথ্যা শ্লোগান
জাল-জালিয়াত হচ্ছে মহান।
পথে মৃত্যু ডাকে দুহাত মেলে
অস্ত্র তোলে আজ নিশান ভুলে
স্বপ্নও ঘুমিয়ে গভীর খাদে
খুলবই মুখোশ প্রতিবাদে ।
গাইতেও গান দেয়না ওরা
ভক্তির মাধুকরি ক্ষত করে
নারী-নেশার কাঙালে ভরা
জন্মযোনি শুধু কামড়ে মরে।
ছন্দবাণী খুঁজে কোথায় পাবো
আখরহীন সব অন্তমিলে
জানি জানি তখনি পূর্ণ হবো
জীবন গদ্য – পদ্য তুমি ছুঁলে।
ছড়িয়ে আছে ও জড়িয়ে আছে
সাহস ভরেই ডাকবো কাছে
দার খুলে ভাঙবো পরিহাস
গড়বো নবরূপে ইতিহাস।