গত কয়েকদিন যাবৎ তোমার সাথে কথা হয় নি ।
মুঠো ফোন মুঠোর মধ্যেই বন্দি জীবন কাটায়,
কথা গুলো জুঁই অথবা স্বর্ণচাপা হতে পারত ।
কিম্বা ড্রইং রুমে সাজিয়ে রাখা কোনো দামি অর্কিড
তবে হয়তো সাচ্ছন্দ নামতো আমাদের কথায় ।
কিন্তু তৃতীয় বিশ্বের নাগরিক আমি —
প্রেমের কথা , প্রেমের কবিতা নিষ্প্রয়োজন এখন
পাশের বস্তিটায় ভাতের অভাব ভীষণ
কিছু মান – হুস ভাতের ক্যান্টিন খুলেছে ।
আব্দুল মিয়ার ছোটো বেটি টা কাঁদছিল ভাতের জন্য
তার ছবি তুলে স্ট্যাটাস দিতে কারোর কারোর ভালোই লেগেছে ।
ভাতের হোটেল গুলো বন্ধ এখন , ডাস্টবিনে ও খাবার নেই ,
রাস্তার সারমেয় রা খিদে পেটে ক্লান্ত,
খাবারের খোঁজ চলে এক ডাস্টবিন থেকে অন্যটাতে ।
তোমার কথাগুলো জুঁই অথবা স্বর্ণচাপা হতে পারত ।
কিন্তু আমি মহামারী বিধ্বস্ত দেশের একজন
তাই কবিতার চেয়ে ভাতের গন্ধ বেশি প্রিয় ৷৷
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার থাকুন।
♥️♥️❤❤♥️♥️