আষাঢ় মাসে রথযাত্রার বসেছে ভাই মেলা,
মেলার মাঠে খোকা-খুকু চড়ে নাগরদোলা,
রথের মাঝে বসে আছেন বলরাম সুভদ্রা জগন্নাথ,
গড়িয়ে চলে চাকা রথের রশি টানে হাজার হাত,
কে ছোঁবে রথের রশি তা’নিয়ে চলছে হুড়োহুড়ি,
আবাল বৃদ্ধবনিতা দুহাত তুলে
নাচে বোলে হরিহরি,
পথের ধারে জিলিপি পাঁপড়ের দোকান সারিসারি,
ঘরকন্নার হাঁড়ি হাতা খুন্তি সাথে চুড়ি মনোহারী,
তিন ভাইবোন রথে চড়ে এলেন
পৌর্ণমাসীর বাড়ি,
ন’দিন বাদে বিশ্রাম নিয়ে ফিরবেন নিজের বাড়ি।