জানালাটা আজও খোলা আছে,
আমি দাঁড়িয়ে থাকি জানালার লোহার রড ধরে !
তাকিয়ে থাকি ঐ আকাশটার দিকে ব্যকুল নয়নে।
আকাশ আমাকে ডাকে, আমি যে পারিনা যেতে !
মায়া,মমতা , কর্তব্য , সমাজের নিয়ম কানুন
আমাকে অক্টোপাসের মতো চারিদিক দিয়ে বেঁধে রেখেছে।
একটা বাঁধনও আলগা করতে পারিনা।
দুর্বল ভীষণ দুর্বল আমি
ভরসা ঐ খোলা জানালা ,
যেখান থেকে আমি আকাশ দেখি আর
প্রাণ ভরে উপভোগ করে নিই তাকে ।
ও যে স্নেহভরা দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে
আমাকে আলিঙ্গন করে নেবে বলে।
তবু যেতে পারিনা, খোলা জানালা দিয়ে
শুধু দেখি , আর শুধু দেখি!