তোমার আমার সম্পর্কের
এবার একটা নাম দেওয়া হোক।
ভাবছি নাম তো দেব! কিন্তু কি নাম দিই!
আচ্ছা, “খোলা আকাশ ” নাম দিলে কেমন হয় !
আকাশে যেমন ঝলমলে নির্মল সূর্যের হাসি থাকে,
আবার মাঝে মাঝে মেঘ জমাট বেঁধে
আকাশটা গুরুগম্ভীর হয়ে যায় ।
আর যখন এই গুরুগম্ভীর ভাব ধরে রাখতে পারে না
তখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে
হালকা করে নেয় আকাশটাকে ।
তোমার আমার সম্পর্কটাও ঠিক সেই রকম।
কখনো হাসি খুশি, কখনো গুরুগম্ভীর আবার কখনো
কেঁদে ভাসাই।
ঐ আকাশটাকে যতদূর পর্যন্ত দেখতে পাই,
আমাদের সম্পর্কটাও ততদূর পর্যন্ত বিস্তৃত।
খোলা আকাশের মত !
তবু পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তাই তোমার আমার সম্পর্কের নাম দিলাম “খোলা আকাশ “।