সারা দিনের ক্ষতগুলোর জন্য
ওষুধ চাই
দেহের দৌড় শেষে
শুরু মনের দৌড়
রাত ঘুমালেও
জেগে থাকে চোখ
তাই
রাতে ভেজানো স্বপ্ন গুলো
সকালের তুলতুলে রোদ মিশিয়ে খেয়ে নেবো
এ পথ কতটা আরাম দেবে জানা নেই
তবু
ব্যর্থ হয়েও
নতুন করে ভালোবাসতে এর প্রয়োজন ঢের
সারা দিনের ক্ষতগুলোর জন্য
ওষুধ চাই
দেহের দৌড় শেষে
শুরু মনের দৌড়
রাত ঘুমালেও
জেগে থাকে চোখ
তাই
রাতে ভেজানো স্বপ্ন গুলো
সকালের তুলতুলে রোদ মিশিয়ে খেয়ে নেবো
এ পথ কতটা আরাম দেবে জানা নেই
তবু
ব্যর্থ হয়েও
নতুন করে ভালোবাসতে এর প্রয়োজন ঢের