তোমাকেই খুঁজছি ,হ্যা, হ্যা ,তোমাকেই
তোমাকেই খুঁজে চলেছি আমার দুই চোখে
দুই অক্ষি গোলকে
ছুটে চলেছি তোমার নিবিড় অন্বেষণে
তোমাকে খুঁজে পেতে কত যে ঘুরেছি কত পথ
আলোহীন অন্ধকারে হারিয়ে ফেলেছি কত যে নিজেকে
তবুও বিরামহীন এই খুঁজে চলা
মনের নিভৃত অলিন্দে অনেক গলিঘুঁজি মাড়িয়ে
এভাবে ছুটে যেতে যেতে কমে আসছে
প্রতিদিনের প্রতীক্ষারত মুহূর্ত
সহনশীলতা হারিয়ে ক্রমশঃহয়ে পড়ছি নিঃস্ব
আর তুমি অমাবস্যার চাঁদ হয়ে উঠছ
কখনও আলেয়ার মতো জ্বলে উঠছ
দূরে দুই চোখে
অথচ দেখো অপেক্ষার বিনিদ্র প্রহর
আর যাপনের বৃত্ত ঘিরে বূকের আগুন লেগেছে
দাবানলের মতো আগুনের গনগনে আঁচে
পুড়ে পুড়ে যাচ্ছে জীবনের অক্ষর
তবুও খুঁজছি তোমাকেই, হ্যা, হ্যা, তোমাকেই
আমি তোমাকেই খুঁজে যাবো আমৃত্যু কাল
যতক্ষণ না পাবো একান্তে মুখোমুখি ।