আজ জীবনের এই সন্ধিক্ষনে দাঁড়িয়ে, ফেলে আসা
যৌবনের ভালোলাগা দিনগুলো মনে পড়ে!
স্কুল,কলেজ,বাড়ি,ঘর, চায়ের আসরে তুমুল ঝড়
কল্পনার লাল গোলাপ, শারদ প্রাতে তুলোর
মেঘের ওড়া উরি!
আজ এক নিমিষেই ধ্বসের মত ভেঙ্গে পড়ে সব!
সম্পর্কের করিবর্গা বিলুপ্ত পায়!
সুখ, দুঃখ, আনন্দ,অভিমান অন্ধকারে নিমজ্জিত –
সব পাশ কাটিয়ে আজ চলছি আজ সম্পূর্ণ একা,
চালচুলাহীন নিপাট বাউন্ডুলে একজন l
ভুলে যাচ্ছি অনেকদিনের পুরানো সেই কথাগুলো,
আশ্চর্য ভাবেই এই ভুলে যাওয়া
কত সহজেই ভুলেছি, কত সহজেই ভেঙেছি
নিজেকে ঝড়ে শুকনো ডালের মত,
স্বভাব বৈরাগী হয়ে হাটে বাজারে বিচরণ
মাথার মধ্যে জমা হয় ছাই ভস্ম, আর হিজিবিজি
সব ভাবনা, কি দিলাম আর কি পেলাম এই জীবনে?
তাদের মতের সাথে মিল হয় না,আমার মতেরও সাথী নেই!
তাই খিটিমিটি লেগেই থাকে, ঝগড়া প্রায়শই
বড় ক্লান্ত লাগে!
আর কত কাল এই ছায়ার সাথে যুদ্ধ ?
কতকাল আর স্রোতের বিপরীতে সাঁতার কাটা?
কতকাল আর পারা যায় অবিরাম ক্রোধ বয়ে যাওয়া?
তাই ক্রমশ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাই
বুকে হাত রাখি আর এগিয়ে যাই-
খোঁজ এক নতুন আশ্রয়ের সন্ধান…