স্বাধীন দেশের মানুষ ওরা
তবু কষ্টে ওদের জীবন ভরা।
ভাতের গন্ধ ভরিয়ে পাকশালা
যায় না তারা নিত্য পাঠশালা।
জন্ম ওদের গরীব ঘরে
জোটে না ভাত তৃপ্তি ভরে
ঝুপড়ি ঘরে বসত করে
বাসি পচা খেয়ে মরে।
ভাবনা নেই অসুখ বিসুখ
জীবন যেন আনন্দ বিমুখ।
রোদ ঝড় অনাবৃষ্টি
সইতে যে হয় অনাসৃষ্টি।
হয় না ওদের মনের বিকাশ
মানুষ কুকুরে একসাথে বাস।
ওদের খোঁজে ইতিহাস
মাটির নীচে চাপা লাশ।