অনেকটা সময় পেরিয়ে এক নতুন দিশার খোঁজে
মাথার উপর সূর্যটা তাতাচ্ছে ব্রহ্মতালু,
টেলিভিশনের বিজ্ঞাপনের বাচ্চাটাকে দেখেছিলাম
গ্লুকোন-ডি পান করে ঠান্ডা হচ্ছে, আমার?
পিপাসিতা না-কি জল তেষ্টা!
নদীর ভেতরে ঢুকে নদী পান, পাহাড় চড়তে চড়তে নিজের উচ্চতার পরখ
চাঁদের সাথে ধৃষ্টতা গৌরবর্ণার।
গোগ্রাসে গেলা অঙ্গার মেটাচ্ছিল পেটের আগুন
কলঙ্কের উপর কালি লেপে ভেক শ্রীবৃদ্ধিসম্পন্ন
অবাক হয়ে ভাবি ভুত মারতে পঞ্চভুতের খেলা!