হে প্রহেলিকা আর কত খেলা খেলবে
আমার জীবন নিয়ে, ভালোবাসার লোকেরা
কবে ছেড়ে চলে গেছে, শুধু বলে যায়,
ছাড়িনি আমাকে, ব্যর্থ দীর্ঘশ্বাসে পথ চলা দেখো, রক্তহীন বিপ্লবে কবিতা লেখা চলে আমার,
সব শব্দে কান্না মাখানো, সব চিন্তায় ভালোবাসা খুঁজে চলে।
তবু একটা ব্যর্থ দীর্ঘশ্বাস, তবু একটা
গোঁত খাওয়া জীবন,
না না আমি পারবো না কবিতা ,তোমাকে ছাড়া থাকতে, তুমিও কি আমার প্রেমিকার মতন
আমাকে ছেড়ে চলে যাও অন্য সংসারে,
বাঁধো সুখী জীবন, কত ঘাত,প্রতিঘাতে লিখতে বসেছি কফি হাউসের টেবিলে,
চারিদিকে গর্জন মাঝে , ঠিক যেন সাধকের মতন লিখে চলি সময়ের কথা,
লিখে চলি পচা সমাজ, নোংরা রাজনীতি
আর ধান্দাবাজদের উপকথা,
হে প্রহেলিকা আর কত খেলা খেলবে
আমার জীবন নিয়ে, যেখানে স্বপ্ন
ভালবাসার খোঁজ করে।