হতে পারো তুমি সর্বোত্তম খেলোয়াড়,
হতে পারে এটা ছিল সেরা খেলা!!
হতে পারে তুমি এমনকি জয়ী হয়েছো খেলায়…
হতে পারে তুমি কিছুই হারাও নি!….
কিন্তু তুমি কী কখনও
খেলায় বিরতি দেবার কথা ভেবেছো!
তারপর ফের শুরু করার?
আমি বলি, যদি তুমি তা কখনো ভেবে থাকো..
আমিও খেলোয়াড় হতে পারি, এবং
আমি নিশ্চয়তা দিচ্ছি….
আমি কখনো খেলা শুরু করবো না।
কারণ এটা ভালোবাসা প্রিয় আমার…
নিজেকে তোমার হারাতে হবে ,
খেলা জিততে গিয়ে…
এবং তথাপি…
ভালোবাসা কখনো তোমার হবে না।
আর আমি এখানে মধ্যে দাঁড়িয়ে,
দেখছি তোমার সাথে… তাদেরকে,
ঐ পার্কে যেখানে আমরা
আমাদের খেলা শুরু করেছিলাম..
আমার শুধুমাত্র ইচ্ছা যে
যদি কখনও আমার খেলাটা বন্ধ করতে পারতাম!!