জীবন জুড়ে চলছে দেখো
কত রকম খেলা
খেলতে খেলতে কখন দেখি
অস্তাচলে বেলা।
কত খেলা নিত্য নতুন চলছে
ভবের হাটে,
কে কাকে কোন্ ফিকিরে জব্দ
করবে মাঠে।
কেউবা ফেরে শূন্য রানে
কেউ বা হাঁকায় ছক্কা,
বলের ঘায়ে কখন আবার
কেউ পেয়ে যায় অক্কা।
খেলার নামে কত খেলা আছে
প্রবঞ্চনার
চুপিসারে ভুল আউট দেন যে
আম্পেয়ার।
বিচারক ও আম্পেয়ার, ধরতে
নেই যে দোষ,
খেলার মাঠে যতই চেঁচাক
ওরা নন্দ ঘোষ।
খেলতে গিয়ে পান্ডবদের
হলো সর্বনাশ
কপট পাশায় হেরে গিয়ে
গেল বনবাস।