জীবন যাপন অসার আমার
নিয়তি বড়ো নিঠুর,
অবহেলা আর অপমান ভার
মন বেদনা বিধুর।
ভালোবাসা দিয়ে চেয়েছি সবারে
করতে আপন জন,
সেবা মমতায় বাঁধতে চেয়েছি
আমি যে সবার মন।
সবার বিষাদ দুঃখের ভার
ঘুচাতে চেয়েছি আমি ,
বিনিময়ে তারা কটু কথা বলে
বিঁধেছে যে দিনযামী।
একসাথে মিলে সকলের সাথে
বাস করতে যে সুখ,
বুঝাতে চেয়েও হয়েছি বিফল
পেয়েছি শুধুই দুখ্ ।
একতার পথেই হাঁটতে চেয়েছি
কাঁকর বিঁধেছে পায়ে ,
ভালোবাসা সব মুখ থুবড়ে পড়ে
ভীষন দুখের ঘায়ে।
ঘুচলো এবার সব দায়ভার
নিজে হই সংহত,
বুঝেছি প্রভুর সব লীলা ভার
চরণে হলাম নত।