এই খেয়া বাইবো কত আর—
দিনের আলো নিভে এলো জগত অন্ধকার।
দুখের কাণ্ডারি তরী, যা কিছু নিয়েছে ভরি,
পার করো পার করো হরি করো পারাপার।
এই খেয়া বাইবো কত আর—-
রাতে আঁধার দিনে আলো,রাতের দেশে সব ফুরালো,
চাঁদের হাটে কে বিকালো সংসারের ওপার,
প্রভাত আলো ঘুচিয়ে দিল রাতের অন্ধকার।
বসে আছি নদীর কূলে নিত্য মায়া সবই ভুলে,
শৈশব ছিল আপন তালে, নেচেছি বারবার।
মধ্যাহ্নে রবির আলো সত্যি কি সেই প্রাণ জুড়াল,
প্রেমেতে মন অধীর হল মায়ার এ সংসার।
বিকাল এলো মনে হল,মিথ্যা এ সংসার।
এক জীবনে ভুলের মাশুল দিয়েছি বার বার।
এই খেয়া বাইবো কত আর —-
এই খেয়া বাইবো কত আর—-
আঁধার নামে তড়িঘড়ি দেহতরী রইলো পড়ি
জগত জীবন দেহ ছাড়ি যেতে চায় এবার।
এ মায়া প্রপঞ্চ হল,জীবনে প্রাণ বৃথাই গেলো
মন কেন হায় না ডাকিল তোমায় বারে বার
ক্ষমা করো প্রভু আমায় করো পারাপার।