শীত কুয়াশার চাদর গায়ে
শিউলিরা দেয় হাঁক,
চাই নাকি গো খেজুর রস
আছে ভরা ঝাঁক।
খুকুমনি যেই না শুনে
গাছির গলার সুর,
চপল পায়ে দেয় যে খুলে
বন্ধ ঘরের দোর।
চোখে খুশির আলো খুকুর
মাকে ডেকে কয়,
দাও না মাগো ,রসটা কিনে
খেতে যে সাধ হয়।
বায়না শুনে মা’ টি হেসে
দিলেন কিনে তায় ,
তাজা রসের স্বাদে খুকু
দারুণ মজা পায়।