মেঘলা বিকেল,
একাকী পদচারণ,
কয়েকদিনের বৃষ্টিতে
চারপাশে গুমোট।
হঠাৎ এক সুগন্ধি ঘ্রাণ!
আশেপাশে কোথাও পূজা হচ্ছে হয়তো!
মৃদুপায়ে এগিয়ে চলেছি,
কিন্তু সুগন্ধি একইরকম,
খানিক বিস্ময়ে তাকালাম চারিপাশ,
দু-একজন পথচারী জিজ্ঞাসা করেই বসল,’কোন ব্রান্ড’?
নিরুত্তর আমি উৎস জানায় উৎসুক।
নিজেতেই নিমগ্ন ছিলাম খানিক,
আনন্দ ছিল বুক অবধি,
বুঝলাম খুশীগুলো বুঝি সুগন্ধি ছড়াচ্ছে।
মুক্ত করলাম ওদের।
দেখি ওরা ঝাঁকে ঝাঁকে
প্রজাপতির মত উড়ে যাচ্ছে দূর আকাশে।
নিমেষে সরে গেল দুর্যোগ
আলোঝলমলে এক বিকেল।