আমার চারপাশে আজ শুধু
খুশির উচ্ছ্বাস।
আলোকে আলোক গগন ছাওয়া।
নিদ্রাবিহীন তোমার দু’টি আঁখি
পলক নাড়ছে ;
তোমার মৃণালিনী চিবুকে
রক্তাভ প্রান্তের খেলা ওঠা-নামা,
একটু হাসি, সোনালি জ্যোৎস্নায়
বাসর পাততে ইচ্ছে করে।
আমি খুশি ,বড় খুশি,
তোমাকে স্বাগত জানাতে,
বসে আছি অনেক্ষণ।
যেন ফুলশয্যার রাতের সাজানো
মালার রজনীগন্ধার গন্ধে বাতাস মাতোয়ারা,
ভ্রমরের আনাগোনা কখন থেকে
তোমার প্রতীক্ষায় ওরাও বুঝি জেগেছিল,
খুশির ডালি হাতে।
অবশেষে তুমি এলে ;
শান্ত আকাশ হঠাৎ ঝলমলিয়ে উঠল
চারদিক হতে সহস্র সুরের মালা
এসে তোমার গলায় জড়ালো,
আমি খুশি হলাম, তোমার আগমনে
তুমিও খুশি ,
তাই মোদের খুশি আজ একাকার হয়ে
ফুটল নতুন আকাশের বুকে।