ছমক ছমক পায়েল বাজে
মাথায় লিয়ে ঝুড়ি,
গাছের ছায়ে মধুর বায়ে
চলছে গাঁয়ের ছুঁড়ি।
ভাইটি চলে সাইজে গুঁজ্যে
চখুত চশমা পড়ে,
তিড়িং বিড়িং ইদিক সিদিক
দেখছে দুচোখ ভরে।
শুনছিস দিদি বুলছি তোকে
দেখনা হোথায় গাছে,
ডাঙর ডাঙর পাকা আমটো
কিমুন ঝুলে আছে।
ছোটা ভায়ের কথা শুনে
ঝিমলি দেখে চেয়ে,
পাকা আমে পড়তে নজর
খুশিতে যায় ধেয়ে।
গুলতি ছিল পকেট মাঝে
আমেতে তাক করে,
ঝুপঝুপিয়ে পড়তে আমে
ঝুড়ি উঠে ভরে।
সবাই মিলে আমটো খাবেক
আচার দিবেক মায়ে,
আমসত্ত্বটা বেচবে লিয়ে
পাহাড়তলি গাঁয়ে।
ভাই বোনেতে খুশির বীণে
লাচে বনের মাঝে ,
ময়না শালিক শিস দিয়ে যে
তালটা ঠুকতে রাজে।