পুলি পায়েস পিঠে দিয়ে
পৌষ পার্বণটা হলো শেষ,
নানা আচার বিচার নিয়ে
ভারত হলো আমার দেশ
পৌষে শীত আসে কাঁপিয়ে
জমে ওঠে উৎসব বেশ
ঘরে আতপ চাল গুঁড়িয়ে
পিঠে খেয়ে খুশির আবেশ
শীতে রোদেতে মায়ে ঝিয়ে
কাটতে চায় না খুশির রেস।
পিঠে পার্বণ মন ভরিয়ে
চলে গেলে মাঘের প্রবেশ।