সঠিক সময় আসিস্ নীলাম্বরী
খুব কাছে নয় ,দুপুর- ছায়ার মতো ।
আকাশ যখন বুনবে মেঘের জরি
তার আগে নয় আনন্দ সম্মত ।
চাঁদের মেধা নৌকা নোঙর জানে
বৈরাগী দুই রেললাইনের প্রেম ,
হরিণ যেমন হরিনাভির টানে
মাহেন্দ্রক্ষণ তেমনি গোপন হেম ।
শ্রাবণ শীষে বসন্ত ফুল ফোটে ?
মাঘের মুখে মুগ্ধ কোজাগরী !
শ্যাওলা জমে শিলাইদহের বোটে
রোজ ঝরে না বর্ষা আশাবরী ।
সময় বড়ো অমূল্য এক হীরে
ফসকে গেলে জমানো জঞ্জাল ,
তুই যেন পা রাখিস্ না সেই ভীড়ে
সময় তালে বাজিস্ করতাল ।