কতো বছর পার করে
আজ খুকু এলো বাপের বাড়িতে।
আকাশে আজ আলোর খেলা
খুকুর মনে ঘন মেঘের মেলা
খুকু তুই কাঁসছিস!
তোর চোখে জল কেন রে?
কে দিল তোর নরম মনে ব্যথা
আয় খকু আমার কাছে
চুপটি করে বোস আমার পাশে।
আঁখি ছলছল জল টলটল
বৃষ্টি ফোঁটা ফোঁটা ঝরে যে!
আলতা পায়ে নুপুর পড়ে
চঞ্চল পায়ে খুকু ছুটে আসে রে।
বলতে চেয়েও যে কথা যায় না বলা।
অভিমানী খুকুর মুখে কথা ফোটে না।
দুঃখে বাবার বুক ফেটে যায় রে।
খুকু তুই আমার রাজকন্যা
কোথাও তোকে যেতে দেবো না।
আমার ঘর আলো করে থাক রে।