তোমাকে ফুলের মতো লাগে, সব ফুলের চেয়ে সুন্দর
মহাকাশ ফুল, রক্তগঙ্গা ফুল, কিংবা মিথ্যে ফুলের মত
ছোঁয়া যাবে না
সুগন্ধ নেই
গোলাপের মতোও নও, তবু চাই।
চোরবাজার থেকে কম দামে নিয়ে এসেছি প্লাস্টিকের ভ্রমর, জানলার পাশে টাঙিয়ে রেখেছি বাবার আমলের বাল্ব।
অক্সিজেনের খামতি মেটাতে জ্বালিয়ে রেখেছি ধুনো ধুপ
আমার তোমাকেই চাই।
গুমটির মতো লোক আমি, সামান্য। শব্দের অভাবে খিস্তি-খেউর-কবিতা লিখি
আজেবাজে চিন্তায় দু’বেলা খাইনা। মাটির বিধাতা লাথি মেরে খুঁতে করে দিয়েছে জীবন
রঙ চাই। সম্বল চাই। ফুল চাই।
পোড়া ছাই দিয়ে দাঁত মেজে ভ্রমর সাজিয়ে কাল ভোরে বেরোবো
আমার তোমাকেই চাই।
তুমি সব ফুলের চেয়ে সুন্দর, তা দেখে প্রসন্ন হন মাটির বিধাতা। আমার তোমাকেই চাই,
শুনেছি ভোরবেলা তুমি ফোটো?