হতাশায় ভরা শীতের চাদর ধূসর কুয়াশা ঢাকা ,
বিষাদের ছায়া আঁধারের বুকে অণু রেণু মায়া মাখা।
এলোমেলো পায়ে পথচলা শুরু জানা অজানার পানে,
কে কবে কোথায় বাঁধা পড়ে রয় নোঙর বাঁধার টানে।
কুহকিনী আশা তবুও যখন ধূসর সন্ধ্যা রাগে,
সাথীহারা মন অবচেতনের গভীরে স্বপ্ন জাগে।
স্মৃতি-শতদল খুঁজি অহরহ স্তম্ভিত হৃদি-জলে,
উল্লাস ভরে হাসে সে হৃদয় দেখি চেয়ে চোখ মেলে ।
ভেঙে ভেঙে পড়া টুকরো- হৃদয় সযতনে রাখি তুলে,
কেজানে কখন হেথায় হোথায় হারাবো মনের ভুলে।
ভাঙা মন তবু রয়ে যেতে চায় বেদনার অনুকূলে,
নীল নির্জনে গভীরে গোপনে ছিন্ন তরুর মূলে।
স্রোতের উজানে জীবনের তরী ভেসে যায় বহুদূর,
আলোর উজানে পাখা মেলে দিয়ে খুঁজে ফিরি রোদ্দুর।