চৈত্রের সেল বাহারি বাজার
স্টলে স্টলে কাপড় সম্ভার,
সেল সেল রবে বাজার গরম
ফুটপাত পাশেও ভালোই পসার।
একশো টাকা দেড়’শো টাকায়
হাঁকে সুন্দর কত জামা,
দেখি নানান চাদর শাড়ি
সৌখিন কত বেতের ধামা।
বছর শেষের সস্তা বাজার
ভিড় যে বেজায় দেখি অতি,
মাছির মত ভনভনিয়ে
ঠেলাঠেলি কেনার গতি।
তাড়াতাড়ি নাও কিনে সব
শেষ হয়ে যায় যদি পাছে,
যত রকম পারো কেনো
হাতে যখন টাকা আছে।
সস্তার তিন অবস্থা দেখি
যখন কিনে আনি ঘরে,
রঙ উঠে ফ্যাকাসে শাড়ি
ধামার বেতও খুলে পড়ে।
ভাবি তখন হায়রে কেন
সস্তার পিছন ছুটে চলা,
ঘাট হয়েছে শিক্ষা হলো
কিনবো না আর খাই কান মলা।