শৃঙ্খলাবদ্ধ পাখি
খাঁচার ভিতর থেকে সে স্বপ্ন দেখে
ঐ খোলা আকাশে সে আপন মনে উড়ে বেড়াচ্ছে।
আকাশের বুকে মেঘেদের সাথে ভেসে বেড়াচ্ছে,
এ প্রান্ত থেকে ও প্রান্ত।
সব সব কিছু যেন আজ তার!
নেই কোনো পিছুটান, বাড়ি ফেরার তাড়া,
সমাজের বন্ধন।
আছে শুধু উড়ে বেড়াবার উদ্যম প্রাণশক্তি,
হঠাৎ …বজ্র নিনাদে তার ঘুম ভেঙে গেল,
আর স্বপ্নগুলো মাটির পুতুলের মতো
ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
সে যে খাঁচার বন্দি পাখি
খাঁচাতেই তার জীবন আর খাঁচাতেই মরণ
এর বেশি কিছু পাবার অধিকার যে তার নেই।
তবুও প্রতিদিন সে স্বপ্ন দেখে !
প্রতিদিন.. প্রতিমুহূর্তে..!