তোমার ফাগুন প্রতিভার এক মুঠো আগুন
আমার এঁটেল আলস্যে জ্বেলে দেবে ?
আমার মজ্জা মোমে বিপত্নীক বরফ জমেছে ।
অকালে কঙ্কাল এক ঝর্ণার মতো
আয়ুর আঙুলে ঝুলে আছি ।
আমারই নবনী শরীর চিরে রণপায়ে হেঁটে গেছে
কতো কতো ফুটিফাটা রৌদ্রের মাঠ ,
হি হি আমি তোয়াক্কা করিনি ।
ভীড়ের জন্মতাপে লাইনে দাঁড়ানো ঘাম
কোথায় লুকোলো , হৈচৈ খেয়ালই রাখিনি ।
বিকেল বেঞ্চে এলো ঢুলু ঢুলু দুপুরের ঘুম ।
খরস্রোতা ,
সাহসী শিশির বেগে ঝিরিঝিরি আমাকে জাগাবে !