মন্দের মহাসাগরের মধ্যে কিছু ভালোও
জিরাফের মতন গলা বাড়িয়ে….
ভয় আর প্রভাবের ইন্ধনে জঘন্যতায়
নতমস্তকে লজ্জার মুখ ঝামটা!
খুন-রাহাজানি-ধর্ষণ ইত্যাদি ইত্যাদি
নানান রত্নে সমৃদ্ধ দিনরাত-
মানুষের সাথে মানুষের শয়তানিতে
ভয়াল সাগরে ডুবন্ত “মানবতা”র নামটা।
কুখবরের তুলকালামের মাঝে সময়-দ্যুতিতে
আনন্দ-উন্নতিও যায় রাঙিয়ে ।
এমন সহবাসে যদি বাঁচন-পথ সহজলভ্য,
মলয় বায়ুর ভূমিকাও তখন অর্নগল!
আচমনে ওতে বদ কুৎসিত দুঃস্বপ্নগুলো
যেন অতি ম্লান, অদৃশ্য…।
মানুষের সঙ্গে মানুষের ভালবাসার
পুনঃপুনঃ জাগরণে সব দুঃখও গলে জল!