অনাথ ছেলে মানুষ করলাম
কি প্রতিদান দিলি
বিদেশ আমায় নিয়ে যাবি
কথা দিয়ে ছিলি।
বৃদ্ধাশ্রমে ছেড়ে গেলি
প্রতিষ্ঠিত হয়ে
টেলিফোনে একটু কথা
তাও বৌয়ের ভয়ে।
পরের মেয়ের দোষটা কোথায়!
টানটা থাকবে কিসে!
জন্ম যে তোর পথে ঘাটে
জন্মেছিস তুই বিষে।
অনাথ ছেলে মানুষ করলাম
কি প্রতিদান দিলি
বিদেশ আমায় নিয়ে যাবি
কথা দিয়ে ছিলি।
বৃদ্ধাশ্রমে ছেড়ে গেলি
প্রতিষ্ঠিত হয়ে
টেলিফোনে একটু কথা
তাও বৌয়ের ভয়ে।
পরের মেয়ের দোষটা কোথায়!
টানটা থাকবে কিসে!
জন্ম যে তোর পথে ঘাটে
জন্মেছিস তুই বিষে।